Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

১৮৫৯ সালের ২৪ অক্টোবর পিরোজপুর মহকুমা গঠিত হয়। রোহিনী কুমার সেন এর লেখা বাকলা এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত এর লেখা বরিশালের বিবরণ থেকে জানা যায় ১৯১৫ সালে পাথরঘাটা পিরোজপুর মহকুমার একটি থানা ছিল। পিরোজপুর মহকুমায় তখন ১০টি থানার নাম পাওয়া যায়।থানাগুলোর নাম হলো (১) পিরোজপুর, (২) কাউখালী, (৩) নাজিরপুর, (৪) স্বরূপকাঠী, (৫) বানারিপাড়া, (৬) পাথরঘাটা, (৭) মঠবাড়িয়া, (৮) বামনা, (৯) ভান্ডারিয়া, (১০) কাঠালিয়া। তখন পিরোজপুর মহকুমা বরিশাল জেলার আওতায় ছিল। পটুয়াখালী একটি মহকুমা সৃষ্টি হয় ১৮৭১ সালে। ১৯৬৯ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলা গঠিত হয়। এ সময় পিরোজপুর মহকুমার পাথরঘাটা ও বামনা থানা পটুয়াখালী জেলাভূক্ত হয়। বরগুনা মহকুমা পটুয়াখালী জেলার অন্তর্গত ছিল। বর্তমানে পাথরঘাটা বরগুনা জেলার একটি উপজেলা। ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরগুনা মহকুমা জেলায় উন্নীত হয়। ১৯৮৩ সালের পূর্ব পর্যন্ত স্বাভাবিক ভাবেই পাথরঘাটা পটুয়াখালী জেলা ও বরগুনা মহকুমার অন্তর্গত ছিল। দেশে উপজেলা প্রশাসন ব্যবস্থা চালু হওয়ার পর পাথরঘাটা উপজেলায় উন্নীত হয় ১৯৮৩ সালের ২৪ মার্চ তারিখে।