Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লালদিয়া বন
স্থান

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা

কিভাবে যাওয়া যায়

ঢাকা সায়দাবাদ, গাবতলী থেকে বরগুনা অথবা পাথরঘাটাঘামী বাসে করে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর। তারপর সিএনজি, রিক্সা, মোটরসাইকেল করে হরিনঘাটা যাওয়া যায়। অতঃপর ট্রলারযোগে লালদিয়া বন।

বিস্তারিত

পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটার পুর্বে বিষখালী নদীর তীরে লালদিয়ার বন। এই সি-বিচে পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে হরিণঘাটা বন, তার পশ্চিমে বলেশ্বর নদীর মোহনা। এ সি-বিচে এক প্রকার সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন রকমের পাখি বসবাস করে এবং রাতে এই বনে দূর-দূরান্ত থেকে পাখিরা এসে আশ্রয় নেয়। এই সি-বিচে শীতকালীন অতিথি পাখিও দেখা যায়।