'রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ'- এ স্লোগানের মধ্য দিয়ে পাথরঘাটায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ্রহণ করেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল ইসলাম খান (এনআইখান) মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
পরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস