ভৌগলিক পরিচিতিঃ
পাথরঘাটা উপজেলা বাংলাদেশের উপকূলবর্তী বরগুনা জেলার অন্তর্গত। যার দক্ষিণে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের সুবিস্তৃত জলরাশি।
এ উপজেলার অধিবাসীদের প্রধান পেশা মৎস্য আহরণ। এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মস্য অবতরণ ও পাইকারী বাজার রয়েছে।
আয়তনঃ পাথরঘাটা উপজেলার আয়তন ৩৮৭.৩৬ বর্গ কিলোমিটার। উপজেলাটি ০১ (এক) টি পুলিশ ষ্টেশন (পাথরঘাটা থানা) এবং ০২(দুই) টি পুলিশ ফাড়ি (চরদুয়ানী ও কাকচিড়া) সমন্বয় গঠিত। উপজেলাটিতে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ০৭ (সাত)টি। ওয়ার্ড সংখ্যা ৬৩ টি, গ্রাম ৬৮টি এবং পৌরসভার সংখ্যা ০১(এক) টি।
সীমাঃ
দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে বলেশ্বও নদী ও সুন্দরবন, পূর্বদিকে বিষখালী নদী ও বরগুনা সদর উপজেলা, উত্তরে বামনা এবং মঠবাড়িয়া উপজেলা। এলাকাটি গাঙ্গেয় প্লাবন ভূমির উপাঞ্চলভুক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস