মুক্তিযুদ্ধ চলাকালে বরগুনার পাথরঘাটায় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা মুক্তিযোদ্ধা ও নিরীহ লোকজনকে নির্বিচারে যেসব স্থানে হত্যা করেছিল তার মধ্যে অন্যতম হলো উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকায়। ১৯৭১ সালের ১০ অক্টোবর হানাদাররা বরগুনার পাথরঘাটার মানিকখালী এলাকার শিংড়াবুনিয়া গ্রামের বেপারি বাড়ি ঘেরাও করে সাতজনকে চোখ বেঁধে পার্শ্ববর্তী হরের খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। পরে লাশগুলো খালের পাড়ে একটি গর্তে মাটিচাপা দিয়ে রাখা হয়। একাত্তরে বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সপ্তর্ষি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস