সড়ক- সায়দাবাদ, গাবতলী বাসস্ট্যান্ড থেকে বরগুনা অথবা পাথরঘাটাঘামী বাসে করে পাথরঘাটার কালমেঘা বাজারে নেমেই কালমেঘা পর্যটন কেন্দ্র।
বিষখালী নদী। একদিকে জেলেদের অভয়ারণ্য, অন্যদিকে বিষখালী নদীর পাশেই সারিবদ্ধ ব্লক। দুর দুরান্ত থেকে ছুটে আসে একটু প্রশান্তির জন্য। বিকেলের আকাশের কালো মেঘ আর জেলেদের তাজা মাছ নিয়ে ছুটাছুটি সকলকেই মুগ্ধ করবে। কালমেঘার কখনো আকাশে কালো মেঘ, আমার কখনো সাদা মেঘ। আবার বিষখালী নদীর ঢেউ। প্রতিদিনই ছুটে আসে একট প্রশান্তি পেতে শিশু, কিশোর বৃদ্ধ কোন বয়নের মানুষ বাদ থাকেনা। ইতোমধ্যেই কালমেঘা পর্যটন কেন্দ্র স্পট হিসেবে তৈরী হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস