বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা
ঢাকা সায়দাবাদ, গাবতলী থেকে বরগুনা অথবা পাথরঘাটাঘামী বাসে করে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর। তারপর সিএনজি,রিক্সা, মোটরসাইকেল করে হরিনঘাটা যাওয়া যায়। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বরিশাল,বরগুনার লঞ্চ।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে সুন্দরবনের অংশ একটি হরিনঘাটা ম্যানগ্রোভ বনাঞ্চল। হরিণ, বানর, পাখির, আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালি ও বলেশ্বর এই তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রায় ৫ হাজার একর আয়তনবিশিষ্ট হরিণঘাটা বনাঞ্চল বরগুনার ইকোট্যুরিজমের এক অনন্য নেয়ামক। বনের পূর্ব দিকে রয়েছে কুয়াকাটা, পশ্চিমে সুন্দরবন, উত্তর পাশে রাখাইনদের বেশ কিছু বসতি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। কেওড়া, গরাণ, গেওয়া, ওড়া প্রভৃতি শ্বাসমূলীয় গাছ বনের প্রধান বৃক্ষ। নতুনভাবে যোগ হয়েছে নদীর ধারের ঝাউবন। বনে দেখা মেলে চিত্রা হরিণ, বানর, বন বিড়াল, বন্যশুকরসহ নানান বন্যপ্রাণির। এ ছাড়া নানা প্রজাতির পাখি আর গুঁইসাপসহ একাধিক বিচিত্র প্রজাতির সাপেরও আবাসস্থল এই বন। ইকোপার্কের সৌন্দর্য় বৃদ্ধি ও পর্যটকদের সুবিধার্থে চলাচলের জন্য বনের ভেতরে প্রায় সারে ৪ কিলোমিটার দৃষ্টিনন্দন ফুট ট্রেইলসহ পর্যাপ্ত ওয়াশব্লক ও একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। জোয়ারের সময় সর্পিলাকারে ছড়িয়ে থাকা খালগুলো যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন ছোট ছোট নৌকায় করে উপভোগ করা যায় বনের মধ্যকার সবুজের সমারোহ। গহীন বনের ভেতরের ট্রেইল ধরে স্বল্প পথ হেটে লালদিয়ার চর নামে পরিচিত সমুদ্র সৈকতে চলে যাওয়া যায়। হরিণঘাটা বনাঞ্চল এবং ঠিক তার পাশেই থাকা লালদিয়ার চর সমুদ্র সৈকত পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস