খেলাধূলা : পাথরঘাটায় খেলাধূলার মধ্যে হা-ডু-ডু, দাড়িয়াবান্দা, ফুটবল, ভলিবল অতি জনপ্রিয় ছিল। ষাটের দশক থেকে মধ্য সত্তর পর্যন্ত উপজেলায় ফুটবলের জনপ্রিয়তা ছিল তুংগে। বিখ্যাত খেলোয়ারদের মধ্যে নাম করা যায় জেলহক, খায়রুল, মালেক, কুদ্দুস। ফুটবলে সেনাবাহিনী দলের নিয়মিত খেলোয়ার ছিলেন মজিবুর রহমা কালু। জাতীয় দলের হয়ে তিনি ভারত ও নেপাল গিয়ে খেলায় অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে ইরান, থাইল্যান্ড ও চীন দেশে খেলেছেন। শেরে বাংলা কাপ জাতীয় ফুটবল কাপ এর ২বার চ্যাম্পিয়ন, ২ বার রানার আপ হন। তিনি দলের খেলোয়ার হিসেবে সফলতার সাথে খেলেছেন। প্রেসিডেন্ট গোল্ড কাপ (সবুজ দলের হয়ে)। পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ডে তার বাড়ি। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৪ সালে ঢাকা লীগের সেরা গোলদাতা ছিলেন তিনি। কালমেঘা অধিবাসী গোলাম সহিদ নীলু ফুটবল জাতীয় দলের ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৭ সালে খেলেছেন। জাতীয় দলের হয়ে কুয়েত, নেপাল ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন। খেলার প্রয়োজনে এখন উপজেলায় ফুটবলের পাশাপাশি ক্রিকেটও বেশ জনপ্রিয় খেলা। খেলাধূলার জন্য নির্মিত জিয়া মাঠটি এখন কাঠের বাজার হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। আশির দশকে মাঠটি খেলাধূলার জন্য পাথরঘাটা উপজেলা পরিষদের উদ্যোগে উপযোগী করা হয়। পাথরঘাটা উপজেলার বড় যে কোন খেলা এ মাঠে আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS