Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Nilima Point
Transportation

ঢাকা সায়দাবাদ, গাবতলী বাসস্ট্যান্ড থেকে বরগুনা অথবা পাথরঘাটাঘামী বাসে করে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে নীলিমা পয়েন্ট। সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বরিশাল,বরগুনার লঞ্চ। বরগুনা থেকে স্পিড বোটেও আসা যায়। 

Details

সুনীল আকাশ আর বিশাল জলরাশি এখানে মিলেমিশে একাকার, আর তাই এ স্থানের নামকরণ করা হয়েছে ‘নীলিমা পয়েন্ট’। বরগুনার উপকূলীয় পাথরঘাটা পৌর শহরের দক্ষিণ অংশের বিষখালী নদীতীরের শহর রক্ষা বাঁধ ও তার আশপাশের এলাকা এখন পর্যটন সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠছে দিন দিন। পাথরঘাটা পৌর শহরের দক্ষিণে ২ নম্বর ওয়ার্ড। সেখানে বিষখালী নদীর তীরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি মেরামত করা হচ্ছে, সুরক্ষার জন্য স্থাপন করা হচ্ছে কংক্রিট ব্লক। এখনো ব্লক বসানোর কাজ অসম্পূর্ণ। দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা। সব সময় থাকে মৃদুমন্দ বাতাস। সব সময় কানে প্রশান্তির পরশ বোলায় নদীর বহমান পানির ছন্দ। নৌকায় জেলেদের আনাগোনায় গোধূলীতে নীল আকাশ মিতালি করে বিষখালীর পূর্ব তীরের সবুজ-শ্যামল গাছগাছালির সঙ্গে। বাঁধে নির্মিত ব্লকে বসে সন্ধ্যায় দেখা যায় পূর্ব দিক থেকে চাঁদ ওঠার দৃশ্য। চাঁদের আলো পড়ে শান্ত নদীতে এক অপার্থিব নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়। এটি স¤প্রতি পাথরঘাটা সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের উদ্যোগে, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের অক্লান্ত শ্রমে এ স্পটের নাম কারণ করা হয় নীলিমা পয়েন্ট। তাতে বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন একমতপোষন করে সরকারিভাবে সকল রকমের সহযোগিতা দেয়ারও  আশ্বাস দেন।