বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা
ঢাকা সায়দাবাদ, গাবতলী থেকে বরগুনা অথবা পাথরঘাটাঘামী বাসে করে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর। তারপর সিএনজি, রিক্সা, মোটরসাইকেল করে হরিনঘাটা যাওয়া যায়। অতঃপর ট্রলারযোগে লালদিয়া বন।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে লালদিয়ার বন। এই বনের পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে বলেশ্বর নদীর মোহনা। এই দুই নদীর মোহনা লালদিয়ার বনকে ঘিরে রেখেছে। আবার বন সংলগ্ন পূর্ব প্রান্তেও সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন রকমের পাখি বসবাস করে এবং রাতে এই বনে দূর-দূরান্ত থেকে পাখিরা এসে আশ্রয় নেয়। এই বনে কিছু কিছু শীতকালীন অতিথি পাখিও দেখা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS